যাঁরা জয় গোস্বামীর আন্তরিক পাঠক তাঁদের এই বইটি পড়া উচিত। যাঁরা জয় গোস্বামীর কবিতা পছন্দ করেন না তাঁদের জন্য এই বই জরুরি। আমি চাই অসতর্ক কবিতার পাঠক এই বইটি হাতে তুলে নিন। এই বইটি বিস্ফোরক অথচ কোথাও উপর চালাকি নেই। অশ্রদ্ধা নেই এমনকী কিংবদন্তির প্রতি অহেতুক বিষোদগার নেই। এই বই একজন বিপথগামী কবির বৃথা সম্ভাবনাগুলিকে আবিষ্কার করেছে মাত্র। মিডিয়ার উজ্জ্বল দালালিকে একহাত নিয়েছে। প্রতিভার ঐশ্বর্যকে সম্মান জানিয়ে সস্তা জনপ্রিয়তাকে নস্যাৎ করেছে। প্রসূন মজুমদারকে ধন্যবাদ তিনি কবিকে দেখার যথার্থ একটি পথ খুলে দিলেন ভবিষ্যতের জন্য। লেখকের সর্বগ্রাসী দৃষ্টিতে কিছুই বাদ পড়েনি। শুধু প্রসূন লক্ষ্য করেননি আর্থিক দারিদ্র্য ঘুচলেও জয় গোস্বামীর মনের দারিদ্র্য এখনও ঘোচেনি। অথবা আছে কোথাও সেই চোরাস্রোত।