এইসব গল্প নদীর মত, যারা পথচলতি রাস্তায় সঙ্গে করে নিয়ে চলে যাবতীয় অভিজ্ঞতা। তাদের গল্প যারা পড়ে গিয়ে উঠে দাঁড়ায় বার বার। সংগ্রামে মুখ থুবড়ে পড়ে না। পিছন ফিরে তাকিয়ে কুড়িয়ে নেয় অতীতের স্মৃতি থেকে ধুলো ঝেড়ে মুক্তোটুকু। চোখের জল জমিয়ে রাখে ভবিষ্যতের আগত লড়াইয়ের জোর পাওয়ার জন্য। ভালোবাসা আর প্রত্যাশার বন্দরে বাস করে প্রতিনিয়ত। প্রতিটি গল্পেই ভালোবাসা মূল আকর। ভালোবাসার জন্য মানুষ যে নিজেকে কতটা ক্ষয় করতে পারে তাঁরই প্রতিবিম্ব এই গল্পের সমষ্টিতে।