৩৭ বছর পর কোনো কাব্যগ্রন্থর নতুন করে পুনর্মুদ্রণ এই সময়ে খুব সহজ কথা নয়। দীপক রায়ের ‘স্লেজগাড়ি’-র প্রথম প্রকাশলগ্ন থেকে এই দীর্ঘ চার দশক সময়ে এই গ্রন্থ নিয়ে কখনও কফির টেবিলে তুমুল আলোচনার ঢেউ ছড়িয়ে পড়েনি। বরং বলা চলে প্রকৃত কিছু কবিতাপ্রেমী পাঠকের নিভৃত আলোচনায় তা জলের মতো ঘুরে ঘুরে ছুঁয়ে গেছে নানা সময়ে।